,

হবিগঞ্জে বিজিবি’র ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ৫৫ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান সদর দপ্তরের জন্য ২৫ একর অধিগ্রহনকৃত জমির মালিকদেরকে চেক হস্তান্তর ও গ্রহন উপলক্ষে বুধবার বিকেলে হবিগঞ্জের ধুলিয়াখাল নামক স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট বিজিবি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিজিবি ৫৫ ব্যাটেলিয়ানের সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গলস্থ ৫৫ গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, বিজ্ঞ এডিএম মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া, এটিএন বাংলা প্রতিনিধি ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হালিম, নিজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামাল সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ওই অধিগ্রহনকৃত জমির আগের মালিক আব্দুল কাইয়ূম, মোঃ আব্দুর রশীদ, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল শহীদ ও মোঃ খালেক মিয়া নামে ৫ জনের হাতে সর্বমোট ৩৫ লক্ষ ৯ হাজার ৩’শ ৮৮ টাকা ৫৫ পয়সার চেক আপাতত হস্তান্তর করা হলেও এ্স, এ রেকর্ড অনুযায়ী এক আমেরিকান প্রবাসী সহ তালিকাভূক্ত অবশিষ্ট ৮০ জনের অর্থের চেক শতভাগ যাচাই সাপেক্ষে দ্রুত হস্তান্তর করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম জনকন্ঠকে জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর