,

নবীগঞ্জের রুবেল সিটি ইউনির্ভাসিটি অফ নিউইর্য়কের পিস অফিসার নিযুক্ত

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্বের অন্যতম সেরা সিটি ইউনিভার্সিটি অফ নিউইর্য়ক পাবলিক সেফটি পুলিশ ডিপার্টমেন্টে রুবেল আহমেদ পিস অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ০১ সেপ্টম্বর শুক্রবার নিউইয়র্কের ইর্য়ক কলেজের অডিটোরিয়াম হলরুমে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে তাদের এসম্মান প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে সিটি ইউনির্ভাসিটি অফ নিউইর্য়ক পাবলিক সেফটি ডির্পাটম্যান্টের পরিচালক উইলিয়াম ব্যারি। পিস অফিসার রুবেল আহমদ তার এই অর্জনকে তার ব্যক্তিগত ও কর্ম জীবনের দীর্ঘ পরিশ্রম, সততা ও একাগ্রহতার ফসল হিসেবে বর্ণনা করেন। তিনি আরো বলেন নিউইর্য়ক সিটি পাবলিক পুলিশ ডির্পাটম্যান্টে অফিসার হিসেবে যোগাদান করে একজন বাঙ্গালী হিসেবে নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার এই অর্জন বাঙ্গালী কমিউনিটি পাড়ায় এক সফলতার মুকুট বয়ে আনে। তিনি সমগ্র বাংলাদেশী কমিনিটির কাছে তিনি কৃতজ্ঞকা প্রকাশ করেন এবং বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে সর্বাত্মক সহায়তা থাকবে বলে জানান। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের বাসিন্দা অফিসার রুবেল আহমদ এর পিতা মরহুম মুহাম্মদ মক্তব মিয়া এবং মাতা মিনারা চৌধুরী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে অফিসার রুবেল আহমদ দ্বিতীয়। বড় বোন লিপি বেগম ও ছোট বোন সুমা বেগম সিটি ইউনির্ভাসিটি অফ নিউইয়র্কের ছাত্রী। অফিসার মুহাম্মদ রুবেল আহমদ নবীগঞ্জ জে.কে হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা জীবন ও নবীগঞ্জ ডিগ্রী কলেজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন শেষ করে ২০০৯ সালে নিউইয়র্ক আসেন। এবং নিউইয়র্ক সিটি ইউনির্ভাসিটি থেকে ক্রিমিনাল জাস্টিস ও ক্রিমিনাল ইনভেস্টিগেসন এর উপর স্পেশাল ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে প্রবাস জীবনের ব্যস্তাতায় ও জীবন জীবিকার উদ্দেশ্য কর্ম জীবনে তিনি দীর্ঘদিন নিউইর্য়ক সিটি পুলিশ ডির্পাটম্যান্টের স্কুল সেফটি এজেন্ট হিসাবে কাজ করেন। কর্ম ব্যস্ত শহরে এক এক করে নিজে পা রাখেন এবং জীবনের প্রতি ক্ষেত্রে চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে আজকের এই পর্যায়ে আসেন। তিনি তার এই সাফল্যের জন্য পরিবার ও নিজের স্যাক্রিফাইস ও পরিশ্রমকে মুল শক্তি হিসেবে তুলে ধরেন। অফিসার রুবেল এখানে থেমে থাকতে চান না, তিনি আরো এগিয়ে যেতে সফলতার সিড়িঁ বেয়ে একজন ল এনর্ফোসমেন্ট স্পেশালিষ্ট হতে চান। এজন্য তিনি সকলের দোয়া চান। ব্যক্তি জীবনে খুবই নম্র-ভদ্র প্রকৃতির মানুষ রুবেল। বর্তমানে জন জে কলেজে ক্রিমিনাল ল্’র উপর শিক্ষারত অফিসার রুবেল ভবিষ্যতে পড়ালেখা শেষ করে আরো বড় কিছু অর্জন করতে চান। কর্ম ক্ষেত্রে সফলতার সাথে ব্যক্তি জীবনে সফল অফিসার রুবেল স্থানীয় সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকেন। অবসর সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং সামাজিক ও পারিবারিক কাজে নিজকে ব্যাস্ত রাখেন।


     এই বিভাগের আরো খবর