,

কুশিয়ারায় ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগীতা

ফরিদ আহমদ শিকদার ॥ নবীগঞ্জ উপজেলার সীমন্তবর্তী কুশিয়ারা নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ বাজার ফেরীঘাটে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগীতা। সুনামগঞ্জ জেলার এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে নারী-পুরুষ, যুবক, বৃদ্ধরা সখের আমেজে ছুটে এসেছেন কুশিয়ারার তীরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় দেখার জন্য। প্রতিযোগী আর দর্শকদের মুখে ছিল নৌকা দৌড়ের পরিচিত কথন হেইয়া হু হেইয়া। মারটান হেই্য়া বিভিন্ন সারি গান কোন মিস্ত্রী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্কী নায়। ছিল। রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগীতায় জগন্নাথপুর উপজেলার আলাগদি গ্রামের মানিক মিয়ার রিয়াজ পবন, পাইলগাঁও গ্রামের শাহ দামড়ী (জলপরী), নবীগঞ্জ উপজেলার ইউনিয়নের বাগাউড়া গ্রামের শাপলাজল এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় আলাগদি গ্রামের রিয়াজ পবন প্রথম স্থান অর্জন করে, বাগাউড়া গ্রামের শাপলাজল দ্বিতীয় ও পাইলগাঁও গ্রামের দুবাই প্রবাসী ব্যবসায়ী জহুর আলীর শাহদামড়ী (জলপরী) তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর