,

হবিগঞ্জ জেলায় শুরু হলো বইপড়া কর্মসূচি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় হবিগঞ্জ জেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে বইপড়া কর্মসূচির যাত্রা শুরু করলো বিশ্বসাহিত্য কেন্দ্র। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা। বিকাশ লিমিটেড এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন (অবঃ বি.এন) সাবের শরিফ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও উপ-সচিব শরিফ মোঃ মাসুদ, শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদার এবং প্রভাষক মোঃ জালাল উদ্দিন রুমি।


     এই বিভাগের আরো খবর