,

পাড়া পারের সময় সাকু থেকে পড়ে ॥ চুনারুঘাটে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় বাঁশের সাকু থেকে খালে পড়ে রবিউল নামে ২য় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় হাজী ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপাড়া সাদ্দামবাজার গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলর ডুলনা গ্রামের জহুর আলীর পুত্র। স্থানীয় সূত্র জানায়, গনসকিরপাড়-সাদ্দামবাজার গ্রামীণ সড়কে খালের উপর কালভার্টটি গত ২-৩ মাস আগে পাহাড়ি ঢলে ধস্বে পড়ে। এরপর থেকে এলাকাবাসী চলাচলের জন্য খালের ওপর বাশের সাঁকু নির্মাণ করে। ওই সাকু দিয়ে শিশু রবিউল পাড়াপাড় হওয়ার সময় পা সিটকে নিচে পড়ে যায়। অনেক খ্্ুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় লোকজনসহ খাল থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন নিহতের বিষয়ে সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর