,

ইনাতগঞ্জে জাতীয় পার্টি নেতা আব্দুল কাইয়ুমের নামজারি মামলার আদেশ বাতিলের আবেদন না-মঞ্জুর শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল ১৩ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘ইনাতগঞ্জে আব্দুল কাইয়ুমের নামজারি মামলার আদেশ বাতিলের আবেদন না-মঞ্জুর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত সংবাদে ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের মান-সম্মান নষ্ট করার হীন প্রয়াস চালানো হয়েছে বলে আমি মনেকরি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে এধরণের মানহানিকর সংবাদ পত্রিকায় প্রকাশ করিয়েছে। জাতীয় পার্টি নেতা আব্দুল কাইয়ুম সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের উপকার করে থাকেন। তিনি সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। কোন ক্ষতিকর কাজে তার কোন সম্পৃক্ততা নেই। একজন ভাল মানুষ হিসেবে আব্দুল কাইয়ুমকে আমার সম্পদ দেখাশোনার দায়িত্ব অর্পণ করি। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। আমার ভাই শেখ মোহাম্মদ আব্দুল কাদির আমার সম্পত্তিতে অন্যায়ভাবে স্বত্ববান হওয়ার জন্য নবীগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) অফিসে একটি ভূয়া নামজারি করেন। এরই প্রেক্ষিতে জাতীয় পার্টি নেতা আব্দুল কাইয়ুম আমার সম্পদ রক্ষার্থে উক্ত নামজারি বাতিলের জন্য নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আদালতে বিবিধ মামলা নং ১/১৭-১৮ দায়ের করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে আমি তার নামে পাওয়ার অফ এর্টর্নী না দেওয়ায় তার আবেদনটি না-মঞ্জুর হয়ে যায়। আমি সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে এসেছি তার নামে পাওয়ার অফ এর্টর্নী দেওয়ার জন্য। সে অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর নবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে আমি আব্দুল কাইয়ুম এর নামে পাওয়ার অফ এর্টনী দিয়েছি। এখন তিনি বিবিধ মামলা নং ১/১৭-১৮ এর আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন। এর ফলে প্রমাণিত হবে আব্দুল কাইয়ুমের উদ্দেশ্য মহত ছিল। কারো সম্পত্তি অন্যায়ভাবে কেউ হাতিয়ে নেওয়ার ব্যাপারে তার প্রতিবাদী ভূমিকা আরো সুদূঢ় হবে। চক্রান্তকারীরা পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে তার মানহানির অপচেষ্টা চালালেও ন্যায়ের স্বপক্ষে অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী কন্ঠ আরো সোচ্চার হবে। তার মহতি কর্মকান্ডের কারণে তার ভাবমুর্তি আরো সমুজ্জ্বল হবে। আমি দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় জাতীয় পার্টি নেতা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে প্রকাশিত মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
আব্দুল আজিজ (লন্ডন প্রবাসী)
পিতা-মৃত ঃ জয়ফর উল্লাহ
সাং- মনসুরপুর, ইনাতগঞ্জ ইউপি
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর