,

রাজনগর এলাকার একটি বাসার মেস থেকে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার একটি বাসার মেস থেকে বাবুল মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার কুমরি গ্রামের মৃত এমরান মিয়ার পুত্র ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে
একদল পুলিশ রাজনগর কবরস্থান সড়ক এলাকার মৃত মনর মিয়ার পুত্র মোঃ বাচ্চু মিয়ার বাসার মেস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন জানান, বাবুল মিয়া এক বছর ধরে ওই বাসার মেসে বসবাস করতো। সম্প্রতি সে বাড়ি চলে যায়। গত সোমবার আবারো ওই মেসে ফিরে আসে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়ে। সকালের ঘরের দরজা জানালা বন্ধ পাওয়া যায়। পরে ওই বাসার মালিকের সন্দেহ হয়। বার বার ঢাকার পর দরজা না খোলায় রহস্য দানা বাঁধে। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ ওই বাসায় ভিড় জমায় এবং বাবুলের মা ওই বাসায় এসে আহাজারী শুরু করে। তবে পুলিশ জানায়, এ সময় মরদেহের হাটু খাটের উপর ছিল এবং ওই রোম থেকে বিষের গন্ধ পাওয়া যায়। একটি সূত্র জানায়, ওই এলাকার কলেজ ছাত্রীর সাথে সম্পর্ক ছিল। সম্প্রতি তার সাথে ঝগড়া করে বাড়িতে চলে যায়। পরে ঝগড়ার সমাধান হলে সে মেসে ফিরে আসে। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাসার মালিক বাচ্চু মিয়াকে বার বার বলার পরও তার বাসার মেসে ছাত্রছাত্রীদের তালিকা থানায় জমা দেয়নি। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, ময়নাতদন্ত শেষে বাবুলের লাশ তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া হত্যা না আত্মহত্যা তা এ মুর্হুতে বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর