,

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালিত ল্যাপটপে অশ্লিল ছবি প্রদর্শনের অভিযোগে ২ যুবকের কারাদন্ড ॥ ৫ জনকে জরিমানা

জসিম তালুকদার ॥ নবীগঞ্জে ল্যাপটপে অশ্লিল ছবি প্রদর্শন ও ইভটিজিং এর দায়ে ২ যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। ইভটিজিং এর দায়ে উপজেলা বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের বদরুল আলমের পুত্র সোহাগ মিয়া (২৩) ও ল্যাপটপ থেকে অশ্লিল ছবি মোবাইলে দেওয়ার কারণে একই গ্রামের ছমির উদ্দিনের পুত্র মিফতাব উদ্দিন (২৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া বান্দের বাজারে ‘এম আর কম্পিউটার’ নামক দোকান হতে স্কুল/কলেজের ছাত্রদের কাছে ল্যাপটপ থেকে অশ্লিল ছবি প্রদর্শন করার দায়ে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ছায়েদ মিয়ার পুত্র কাউছার মিয়া (৩২), খইখাই গ্রামের আঃ রশিদ মিয়ার পুত্র মোস্তাকিন (১৮), প্রজাতপুর গ্রামের সাহিন আহমেদ এর পুত্র রাজু মিয়া (২৩), খইখাই গ্রামের আঃ সায়েক এর পুত্র মাহবুব (২০), একই গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র জনি মিয়া (২৩), প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা প্রদান এবং অভিভাবকের জিম্মায় মুছলেকা নিয়ে, ভবিষ্যৎ তারা এ ধরনের কাজ না করার শর্তে ছেড়ে দেয়া দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। ভ্রাম্যমান আদালতকে এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ ও ইনাতগঞ্জ ফাঁিড়র পুলিশ।


     এই বিভাগের আরো খবর