,

হবিগঞ্জ পৌর যুবসংহতির কমিটি গঠন ॥ মিয়ানমারে জাতি সংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবী -শংকর পাল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় যুবসংহতি হবিগঞ্জ পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার রাতে জেলা জাপার দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব সংহতির নেতা মোঃ আরব আলীর সভাপতিত্বে ও মোঃ রইছ আলী পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ ও যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল। হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুব সংহতির আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমান, আব্দুর রউফ মোল্লা, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন। বক্তব্য রাখেন যুব সংহতির নেতা দিলীপ বর্মন, সোহেল আহমেদ রানা, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, বিশ্বজিত চৌধুরী, মোহিত মিয়া, আউয়াল মিয়া, কামরুল হাসান কামাল, জুয়েল মিয়া, রুবেল মিয়া, রিপন মিয়া, রাকিব আহমেদ, চাঁদ আহমেদ, সেতু মিয়া, এমদাদ শুভ, সাইদুল হক, মুন্না প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্য জাপা নেতা শংকর পাল বলেন- জাতীয় পার্টি ভ্যানগার্ড হলো জাতীয় যুব সংহতি। জাতীয় পার্টির ন্যায় জাতীয় যুব সংহতিকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন- রোহিঙ্গাদের নির্যাতন ও গণ হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তায় মিয়ানমারে জাতি সংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য এরশাদের দাবি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। সভায় জেলা জাতীয় পার্টিসহ সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আরব আলীকে সভাপতি, মোঃ রইছ আলীকে সিনিয়র সহ-সভাপতি, কামরুল হাসান কামাল, জুয়েল আহমেদ জীবনকে সহ-সভাপতি, দিলীপ চন্দ্র বর্মণকে সাধারণ সম্পাদক ও খারুজ্জামান ভুইয়া সায়েককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ পৌর জাতীয় যুব সংহতির কমিটি গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর