,

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় ৫৭ ধারায় মামলা দায়ের ॥ লাখাইয়ের যুবদল নেতা হবিগঞ্জ থেকে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ লাখাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে গিয়াস উদ্দিন (২৫) নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সে ওই উপজেলার ভাদিকারা গ্রামের নুর ইসলামের পুত্র। গত শুক্রবার সন্ধ্যায় লাখাই থানার এসআই মোঃ শাহীনের নেতৃত্বে একদল পুলিশ শহরের কোর্ট ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। লাখাই থানার ওসি মোঃ বজলার রহমান জানান, যুবদল নেতা গিয়াস উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করে। এ পোষ্টটিতে অপর যুবদল কর্মী একই গ্রামের তানভীর আহমেদ জসিম কমেন্ট করে শেয়ার করে। পোষ্টটি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। গত ১০ সেপ্টেম্বর পুলিশ জসিমকে গ্রেফতার করে মোবাইল তল্লাশী করে এবং মোবাইল ফোনটি জব্দ করে। পরে সিআইডি ঢাকা কার্যালয়ে প্রেরণ করা হয়। তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় গিয়াস উদ্দিনের ফোন থেকে ছবিটি জসিমের মোবাইল ফোনে পোষ্ট করা হয়। এর প্রেক্ষিতে গিয়াস উদ্দিনকে হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশন থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে লাখাই থানার এসআই পিএল হাসান বাদি হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার নং-১৭।


     এই বিভাগের আরো খবর