,

বাহুবলে স্কুল মাঠে অবৈধ গরুর হাট [(কোরবানীর ঈদ অতিবাহিত হলেও গরুর হাট বহাল) (গরু ছাগলের বর্জ্যের দুর্গন্ধে বিনষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ) (প্রশাসনের নির্দেশনা অমান্য ॥ রাজস্ব হারাচ্ছে সরকার)]

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজার সংলগ্ন ডুবাঐ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে গরু ছাগলের হাট বসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বাজার, গরুর হাট, মেলা ইত্যাদি বসানো নিষিদ্ধ থাকলেও ওই মহলটি প্রশাসনের কর্তাব্যক্তিদের অবৈধ সুবিধা দিয়ে নির্বিঘেœ এ গরুর হাটটি বসাচ্ছে। সরকার অনুমোদিত বাহুবল উপজেলার একমাত্র মিরপুর গরুর বাজার রয়েছে এ বাজার থেকে সরকার প্রতি বছর কয়েক কোটি টাকা রাজস্ব পাচ্ছে। স্কুল মাঠে গরুর হাট বসানেরা ফলে ছাত্র/ছাত্রীদের খেলাধুলার ব্যঘাত ঘটছে এবং গরু ছাগলের বর্জ্যরে দুর্গন্ধে স্কুলের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সাথে মুটোফোনে আলাপ করলে তিনি জানান, ডুবাঐ গরুর বাজারটি অবৈধ। সরকারি ভাবে ডুবাঐ বাজার ইজারা দেয়া হয়ে থাকে। কোনো সময় গরুর বাজারটি ইজার দেওয়া হয়নি। আমি বাজারটি পরির্দশন করে সংশ্লিষ্টদের অবৈধ গরুর বাজারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি। বন্ধ না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশনা প্রদান করেছি। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনার পরও অদ্যাবধি একটি প্রভাবশালী মহল নিয়মিত অবৈধ গরুর বাজারটি পরিচালনা করে চলেছে। প্রশাসনের নির্দেশনার পরও অবৈধ গরুর হাট পরিচালনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর