,

তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে শপথ নিতে হবে Ñ জেলা প্রশাসক মনীষ চাকমা

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন দুর্নীতির সাথে কোন আপোষ নেই। দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে শপথ নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে। সমাজের সকল শ্রেণীর মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। গত মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শিক্ষা উপকরণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক হবিগঞ্জের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, অধ্যক্ষ আজগর আলী, অধ্যক্ষ মোহন মিয়া, প্রধান শিক্ষক এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাউসার আহম্মেদ, শিক্ষার্থী সাবরিনা জেরিন, শাকিব আহম্মেদ প্রমূখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে দুদক প্রদত্ত শিক্ষা উপকরণ বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর