,

আমি সকল দলের ও ধর্মের মানুষের সেবা করতে চাই Ñ মেয়র জি.কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেন, ‘মেয়র হিসেবে আমি কোন দল, মত বা ধর্মের প্রতিনিধিত্ব করি না। আমি সকল দলের, সকল ধর্মের মানুষের সেবায় কাজ করে আসছি এবং ভবিষ্যতেও দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবায় কাজ করে যেতে চাই।’ তিনি গতকাল বুধবার বিকেলে পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত আসন্ন দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্নভাবে পালনের লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকার দুর্গাপূজা উৎসবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গন্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পৌর কমিটির নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা। মেয়র বলেন আমি হবিগঞ্জ পৌরসভায় চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালনকালীন পৌর পরিষদকে সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবকে নাগরিকদের জন্য সুন্দর, উৎসব মুখর ও শান্তিপূর্ন রাখতে ভূমিকা পালন করে আসছি। এবারও তার ব্যতিক্রম হবে না। হবিগঞ্জ পৌর এলাকার ৩৪ টি পূজা মন্ডপকে কেন্দ্র করে সকল প্রকার বাড়তি নাগরিক সুবিধা প্রদানের জন্য হবিগঞ্জ পৌরসভা ইতিমধ্যে কাজ শুরু করেছে। হবিগঞ্জ পৌরসভার লোকবলের অভাব ও সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্বেও পূজাচলাকালীন বাড়তি নাগরিক সেবা দেয়ার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষনিক তৎপর থাকবেন বলে মেয়র সকলকে আশ্বস্থ করেন। তিনি বলেন প্রতিবারের মতো এবারও দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ন করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে হবিগঞ্জ পৌরসভা। মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌরসভার ৩১টি পূজা মন্ডপ ও ৩টি ব্যক্তিগত পূজা মন্ডপের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, মোহাম্মদ জুনায়েদ মিয়া, অর্পনা পাল ও খালেদা জুয়েল। অংশগ্রহকারীদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসার নিখিল ভট্টাচার্য্য, এডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, এডভোকেট নলীনি কান্ত রায় নিরু, ডাঃ অসিত রঞ্জন দাস, হিরেন্দ্র দত্ত, পিযুষ চক্রবর্ত্তী, অনুপ কুমার দেব মনা, স্বপন লাল বনিক, দীলিপ কুমার আচার্য্য প্রমুখ। বক্তারা বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে মেয়র যেভাবে কর্মপরিকল্পনা সাজিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। তারা পূজা মন্ডপ ও বিসর্জনস্থানগুলোকে কেন্দ্র করে মেয়র পরিস্কার পরিচ্ছন্নতা, রাস্তা মেরামত, পর্যাপ্ত বিদ্যুত ব্যবস্থা, ইত্যাদি প্রতিবারের মতো এবারও উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা করেন


     এই বিভাগের আরো খবর