,

দুর্গাপূজা নিবিঘœ করতে পুলিশ বাহিনী তৎপর Ñ পুলিশ সুপার বিধান ত্রিপুরা

সালেহ উদ্দিন আহমেদ ॥ আসন্ন দূর্গাপূজায় বখাটেদের উৎপাতও ইভটিজিং ঠেকাতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এছাড়া দূর্গা পুজা যেন নির্বিঘেœ অনুষ্ঠিত হয় সে জন্য নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকের নজরদারি। আযান ও নামাজের সময় ঢাকঢোল বাজানোও নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ কথা বলেন। এসময় তিনি বলেন, হবিগঞ্জ জেলায় এ বছর ৬২৩টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পুজা মন্ডপ গুলোকে ৩ ভাগে ভাগ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ১২৮টি পুজা মন্ডপকে অধিক গুরুপ্তপূর্ণ হিসেবে রাখা হয়েছে। এছাড়াও গুরুপ্তপূর্ণ ও সাধারণ হিসেবে অন্যান্য পুজা মন্ডপগুলোকে রাখা হয়েছে। অধিক গুরুপ্তপূর্ণ ১২৮টি মন্ডপের মধ্যে প্রতিটি মন্ডপে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। আনসার ছাড়াও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, পুজা চলাকালীন সময়ে সময়ে যাতে করে যানজটের সৃষ্টি না হয় সে জন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়াও রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন করার বিষয়টি পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। তিনি বলেন পূজার সময় অনেক নারী-পুরুষ বাসাবাড়ি বন্ধরেখে পূজায় চলে আসেন এসময় এক শ্রেণীর দুস্কৃতিকারীরা চুরির চেষ্টা করেন এ কারনে পুলিশ বাসা বাড়ির নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তিনি বলেন তাদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারসহ থানার ওসিরা সার্বক্ষনিক দেখাশুনা করবেন।


     এই বিভাগের আরো খবর