,

দিনব্যাপী স্নানঘাটের বিভিন্ন গ্রাম পরিদর্শন তৃণমূল মানুষের উন্নয়ন করার মধ্যে শান্তি পাই _এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর, আশাতলা, দনি স্নানঘাট, উত্তর স্নানঘাট, খরমপুর, আলাপুর, ফতেহ্পুর, আব্দাকামাল ও রাম চন্দ্রপুর গ্রাম পরিদর্শন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার দিনব্যাপী এসব গ্রাম পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরী বলেন, স্নœানঘাটের মাটি ও মানুষের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। কারণ এটা আমার জন্মস্থান। তাই এখানে বার বার আসতে মনে চায়। এখানের তৃণমূল মানুষ আমাকে ভালবাসেন। আমি এ মাটি ও মানুষদের কোনো দিন ভুলতে পারব না। স্বপ্ন দেখতাম এলাকার উন্নয়ন করার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি মনোনিত করে সে স্বপ্ন পূরণ করিয়েছেন। এ কয়েক বছরে নেত্রীর নিদের্শ মেনে একের পর এক উন্নয়নমূলক কাজ করছি। এতে তৃণমূলের ভালবাসা পেয়ে আগামী দিনেও কাজ করার ইচ্ছা মনে জন্ম নিয়েছে। আর আমি তৃণমূল মানুষের উন্নয়ন করার মধ্যে শান্তি পাই। এমপি কেয়া চৌধুরী বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আগামী নির্বাচনে নৌকার টিকিট পেয়ে এ আসনে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। এসব গ্রাম পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুফি মিয়া খান, সাংগঠনিক সম্পাদক রাকেশ দাশ, হারুনুর রশিদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিতু মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমজদ উল্লাহ, ইউনিয়ন যুুবলীগ সাধারণ সম্পাদক মনির খান, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মাহফুজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ মিল্লাতসহ এলাকার গণমান্য মুরুব্বিয়ান ও তৃণমূলের শত শত লোকেরা উপস্থিত ছিলেন। পরে ফতেহ্পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে ৮টি সোলার প্যানেল বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী।


     এই বিভাগের আরো খবর