,

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ৯ টি দোকান পুড়ে ছাই ॥ কোটি টাকার ক্ষয়-ক্ষতি এমপি মুনিম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দের পরিদর্শন

আনোয়ার হোসেন মিঠু ॥ নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের রাজাবাদ পয়েন্টস্থ মরহুম আব্দুস সাত্তার মিয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩ টার দিকে রাজিব মিয়ার লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৯ টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও সাধারণ জনতা প্রাণপণ চেষ্টা করে প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে হবিগঞ্জ থেকেও দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে সহযোগিতা করে। স্থানীয়রা জানান, রাজিব মিয়ার লেপ তোষকের দোকান থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ছড়িয়ে পড়ে। শত শত মানুষ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপন চেষ্টা চালিয়ে যান। এসময় শহরের বাসা বাড়িতে থাকা লোকজন ছোট শিশুদের নিয়ে দিকবেদিক ছোটুছুটি করে ঘরের বাহিরে বেরিয়ে আসেন। এসময় অনেকই হুড়াহুড়িতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন বাবুল চন্দ্র শীল, রাজিব মিয়া, গোলাপ মিয়া, শেখ ফরহাদ মিয়া, অলিউর রহমান, রাজু মিয়া, জগদীশ দাশ, উৎফল চন্দ্র দাশ ও শৈলেন চন্দ্র দাশ। এদের মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন শেখ ফরহাদ মিয়া। তার এলোমিনিয়ামের গুদামে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আশপাশের মহিবুর রহমান, বাবুল দেবসহ আরো বেশ কয়েকজন ব্যবসায়ীর ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হেফাজতের সাধারন সম্পাদক মাওলানা শাহ আলম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শাহ মিজানুর রহমান, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক মাওলানা ইব্রাহিম সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী। রাত ৮ টায় ঘটনাস্থলে যান নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী। সর্বশেষ রাত ১২ টায় ঘটনাস্থলে যান জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ।


     এই বিভাগের আরো খবর