,

প্রধানমন্ত্রীকে হত্যা করে ক্ষমতা দখল করার মর্মস্পর্শী খবরে আমরা গভীর উদ্বিগ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৪শে আগষ্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা দখল করার একটি ভীতিজনক ও মর্মস্পর্শী খবরে আমরা গভীর উদ্বিগ্ন এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এই খবরটিকে ভূয়া বলে প্রতিবাদ করা হয়েছে তবুও খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যে বাহিনী রয়েছে সেই বাহিনীর ৬ জন কর্মীকে উল্লেখ করে সংবাদ প্রকাশে আমাদের নজরে এসেছে। এতে সত্য মিথ্যা বা আসল ঘটনা আল্লাহই জানেন। আমরা জানি প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের এটা ১৬ তম ঘটনা। প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্রকারীরা ধরা পড়ছে। আমাদের এ ব্যাপারে আল্লাহ’র কাছে শুকরিয়া আর কিছু যুক্তিগত উপদেশ দেওয়া ছাড়া বিকল্প পথ নাই। অবিলম্ভে প্রধানমন্ত্রীকে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে পর্দার অন্তরালে রাখতে হবে এবং বিকল্প একটি বাহিনী গোপনে গড়ে তুলে প্রধানমন্ত্রীর আশেপাশে রাখতে হবে। এই নতুন বাহিনীর সদস্য ও এস.এস.এফ এর সদস্যরা কে কি করে ও পারিবারিক অবস্থান কতটুকু নিরাপদ, এরা ছুটিতে বাড়ীতে গেলে কাহারা এদের সাথে মিশে, তাদের আত্মীয়-স্বজনদের চলাফেরা মনিটরিং করাসহ ব্রিটেনের এস.এ.এস ধরনের একটি মনিটরিং সেল থাকতে হবে। বর্তমানে ঝধিঃ ঞবধস যেভাবে পর্দার অন্তরালে থেকে জঙ্গিদের হটিয়ে দিচ্ছে ঠিক সেভাবেই ঝধিঃ এর মত একটি বাহিনী গঠন করতে হবে। এর মধ্যে কমান্ডার ছাড়াও রাজনৈতিক সৎ, ত্যাগী লোকদের নিয়োগ দিতে হবে। এদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে বেতন দিতে হবে যাতে জঙ্গিরা প্রচুর টাকা পয়সা দিয়ে এদেরকে বিপথগামী করতে না পারে। প্রধানমন্ত্রীর দাপ্তরিক পুনঃবিন্যাশ করতে হবে এবং দপ্তর থেকে ইন এবং আউট হওয়ার বিকল্প গোপন রাস্তা থাকতে হবে। মুহুর্তের মধ্যে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে তুলে আনা নেওয়ার মত ব্যবস্থা করতে হবে। লন্ডনে খবরে বলা হয়েছে জেএমবি’র জঙ্গিরা প্রায় দুইশত লোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারিপাশে অবস্থান নিয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীকে ধোকা দিয়ে অন্যদিকে ব্যস্ত রেখে আক্রমন করতে চেয়েছিল। আল্লাহ সকল সত্যের সহায়ক। প্রতিরোধ ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বের উন্নত দেশ থেকে উপদেশ গ্রহন করে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের সহায় হোন এবং প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা দীর্ঘজীবি হয়ে দেশ সেবা করুন এই আমাদের প্রার্থনা।


     এই বিভাগের আরো খবর