,

কাগাপাশায় ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন [তপিল সভাপতি, রুবেল সম্পাদক ও বিলাল সাংগঠনিক]

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৬নং কাগাপাশা ইউনিয়নের ৭নং (কাগাপাশা) ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৪টায় কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনাব আলী’র সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম আহমেদ সোহানের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সিনিয়র সদস্য সৈয়দ বদরুল ইসলাম, কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মিয়া, যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে আশরাফ উদ্দিন, সাবাজুর রহমান চৌধুরী, শামসুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী, যুবলীগের দপ্তর সম্পাদক জৌতি বিকাশ তালুকদার (ছোটন)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয় যুবলীগের সদস্য আবু বক্কর মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাজু মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরুল চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, জেলা ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকদ্বয় দুলাল আহমেদ সাদ্দাম ও কাওছার আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেদুজ্জামান চৌধুরী, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নান্টু দাশ জান্টু, সহ-সভাপতি মন্টু দাশ, সাধারণ সম্পাদক শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া প্রমূখ। এসময় সর্বসম্মতিক্রমে মোঃ তপিল চৌধুরীকে সভাপতি, মোঃ রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক ও মোঃ বিলাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কাগাপাশ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত বক্তাগণ বলেন, স্বাধীন বাংলার অতন্দ্র প্রহরী আওয়ামী যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থতার প্রতীক। এই সংগঠন তৃনমূর থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়েও শক্তিশালী এবং সু-সংগঠিত। তাই আজকের কমিটিতে নির্বাচিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার প্রত্যেক মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের দৃশ্য তুলে ধরতে হবে। যাতে করে জানগন বুঝতে পারে, শিক্ষা, প্রযুক্তি, কৃষি ও ব্যবসা বানিজ্যে বাংলাদেশ আজ অনেক দুর এগিয়ে গেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করারও আহবান জানান বক্তারা।


     এই বিভাগের আরো খবর