,

হবিগঞ্জে কৃষক হত্যা মামলার রায় ॥ ৪ আসামীর মৃত্যুদন্ড [পরকীয়ায় বাধা দেয়ায় হত্যা করা হয় ফুল মিয়াকে]

সালেহ উদ্দিন আহমেদ ॥ চুনারুঘাটে এক কৃষক হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন ওই উপজেলার শিরিকান্দি গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে আরজু মিয়া (৩৫), তৈয়ব আলী (৪৫) ও রফিকুল ইসলাম (৫৫) এবং দন্ডিত আসামী তৈয়ব আলীর ছেলে সফর উদ্দিন (২৪)। রায় প্রকাশকালে আসামীরা আদালতে হাজির ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর ওই গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে ফুল মিয়া (২০) বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে কাজ করতে যান। দুপুরের খাবার খেতে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন তাকে খুজতে বের হন। অনেক খুজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে এক পর্যায়ে জমির পাশে খালের পানি ঘোলা দেখে সন্দেহ হলে কয়েকজন তাকে ওই স্থানটিতে খোঁজতে বলেন। তিনি পা দিয়ে নাড়া দিলে পানির নিচে ফুল মিয়ার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় তার গলায় অস্বাভাবিক ফুলা দেখতে পেলে তাদের সন্দেহ হয়। পরে তার লাশ ময়নাতদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। স্বাক্ষীরা নিহতের পরিবারের সদস্যদের জানায়, আসামীদের সাথে ফুল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ফুল মিয়াকে মারপিট করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, ঘটনার ২৫ দিন পূর্বে গভীর রাতে বাদির ফুফাতো ভাইয়ের স্ত্রী মায়া বেগমের ঘরে অনৈতিক কাজের উদ্দেশ্যে আরজু মিয়া প্রবেশ করে। এ সময় নিহত ফুল মিয়াসহ কয়েকজন তাকে আটক করে। এ আক্রোশে তারা এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়। এদিকে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল মন্নান বাদি হয়ে ২৫ নভেম্বর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে রফিকুল ইসলামকে নতুনভাবে অন্তর্ভূক্ত করে মোট ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। উক্ত মামলায় ২০ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরার পর বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর