,

Keya chy

১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর আজকের এই দিনে, দেশরতœ শেখ হাসিনা জন্ম নিয়েছিলেন ৭১তম জন্মদিনে বিশ^বরেণ্য, মানবতার নেতা শেখ হাসিনাকে শুভজন্মদিনের শুভেচ্ছা। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেওয়া শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। পিতা শেখ মুজিব, মাতা শেখ ফজিলাতুন্নেছার কূলজুড়ে যে ফুটফুটে শিশুর জন্ম হয়েছিলো; কে জানত সে আদরের হাচু একদিন বিশ^কে তাকলাগাবে আর স্বদেশের দুঃখি মানুষের স্বপ্নের সারতি হয়ে পিতা বঙ্গবন্ধুর মতোই বিশে^কে তাকলাগাবে। আতœমর্যাদা, আতœত্যাগের চরম মহিমায় জাতির জনক শেখ মুজিব ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা যে বাংলাদেশ অর্জন করে ছিলেন আমাদের জন্য ভবিষ্যত প্রজন্মের জন্য সেই বাংলাদেশের স্বপ্ন সারতি শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাতে শেখ হাসিনা ও শেখ রেহেনা জার্মানীতে অবস্থান করায় ১৯৫৭ সালের পলাশীর মতো রক্তাক্ত ৩২নং ধানমন্ডীর নৃশংস হত্যাকান্ডের শিকার হননি। কিন্তু রক্তাক্ত ১৫ই আগষ্টের ক্ষতচিহ্ন হৃদয়ের রক্ত ক্ষরণ গুটাজীবণ ধরে বহন করে চলেছে। যে কষ্ট বলবার নয়। যে কষ্ট শরিক করবার নয়। একদিকে পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন, দেশ ও বিদেশের ষড়যন্ত্রের নীল নকশা থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা। অন্যদিকে ভুলন্টিত মুক্তিযোদ্ধের ইতিহাসকে তার নিজস্ব গতিতে চলবার পথে এগিয়ে নেওয়া। যা ছিলো অত্যন্ত চ্যালেঞ্জিং ও দূঃসাহসিক।


     এই বিভাগের আরো খবর