,

লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় শহিদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের নাম করণে “লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজ”-এর নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামকরণের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সবা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা ফোয়াদ হাসান রাজনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা শেখ শিপন মিয়ার পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মিল্টন চৌধুরী, সাইফুর রহমান রাজন, শেখ এবাদুর রহমান, জামাল মিয়া, আব্দুর রাজ্জাক তালুকদার, খোকন আহমদ, জাকারিয়া আহমদ, বদরুল আলম, ওমর, খালেদ আহমদ, জাহেদ মিয়া, রুবেল মিয়া, আবুল হোসেন, ফয়েজ মিয়া, মাহমুদ চৌধুরী, জুনাইদ, সাইফুর, লতিফ, কিবরিয়া, অলিউর রহমান, ইকবাল আহমদ, জালাল মিয়া, আব্দুল হাদি, সঞ্জয়, আউয়াল, সুমন, জাহিদ, আল-আমিন, জাহান মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলার স্থপতি এবং আধুনিক বাংলার রূপকার। লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজ”-এর নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামকরণ করায় আওয়ামী সরকার তার সৈরাচারী মনোভাব প্রকাশ করেছে। এ সময় বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পূর্নবহাল করার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যতায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


     এই বিভাগের আরো খবর