,

দীর্ঘ যানজটে নাকাল শহরবাসী হবিগঞ্জ শহরে ভারী যানবাহন চলাচল

স্টাফ রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও হবিগঞ্জ শহরে দিনের বেলায় ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ করছে। প্রতিদিন শহরের ভেতরে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড করা হচ্ছে। সম্প্রতি আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ শহরে ভারী যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু এ আদেশ উপেক্ষা করেই দিনের বেলা মালামাল লোড-আনলোডের কারণে শহরে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এ সময় পথচারী, অফিসগামী কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জন সাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা দখল করে প্রতিনিয়ত  ট্রাক-কাভার্ড ভ্যানের মালামাল লোড-আনলোড করা হয়। ফলে রাস্তার দুই ধারে সাইকেল, মটর সাইকেল, ভ্যান, রিকশার দীর্ঘ সারি পড়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। কখনও কখনও দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হয় এসব যানজট। যানজট নিয়ন্ত্রণে হবিগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে মনে করছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে শহরের চৌধুরী বাজারে ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। এ সময় দিনের বেলা ট্রাক প্রবেশের কেন সুযোগ দেয়া হচ্ছে জানতে চাইলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সাংবাদিকসহ পথচারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই ট্রাফিক পুলিশ পথচারীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ওই ট্রাফিক পুলিশ দম্ভক্তির স্বরে বলেন রাস্তা থাকলে গাড়ি আসবেই। আপনাদের কি যায় আসে। শহরে দিনের বেলা যানবাহন থেকে মালামাল লোড-আনলোডের বিষয়ে কর্তৃপক্ষ ধীর গতিতে ব্যবস্থা নেয়ায় এবং যানবাহনগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়ায় প্রায়ই চৌধুরী বাজার, নারিকেলহাটাসহ বিভিন্ন এলাকায় যানজট লেগে থাকে।


     এই বিভাগের আরো খবর