,

নবীগঞ্জে কলেজ ছাত্রদল নেতা মুমিন তালুকদারের নেতৃত্বে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় শহিদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের নাম করণে “লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজ” এর নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ নামকরণের প্রতিবাদে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা মুমিন তালকুদার-এর সভাপতিত্বে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে গতকাল বুধবার দুপুর ২টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা সাজু ও আহমুদুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা আলমগীর হোসাইন, নুরুল ইসলাম, রায়হান, তানভির, দুলাল, অপু, সাইফুল, মিজান, সৌরভ, শিপন প্রমুখ। সভায় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান ১৬ কোটি মানুষের আস্থার প্রতীক। বই পুস্তুক, নেইম প্লেইট থেকে তার নাম মুছে দিলেও সাধারণ মানুষের অন্তর থেকে তার নাম মুছা যাবে না। বক্তরা লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পূর্নবহালের জোর দাবী জানান সরকারের প্রতি।


     এই বিভাগের আরো খবর