,

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় পুলিশিং ডে পালিত পুলিশ ও জনতার মধ্যে সু-সম্পর্ক গড়ে তুলতে হবে -ডিআইজি কামরুল আহসান

স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ শহরে এবং বিভিন্ন উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে প্রায় ৫ সহস্রাধিক লোকজনের উপস্থিতিতে বর্ণাঢ্য এ শোভা যাত্রা শুরু হয়। পরে র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরার সভাপতিত্বে ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-লাখাই-৩ আসনের সংসদ সদস্য এমপি আবু জাহির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম, হবিগঞ্জ চেম্বার অব কমাসের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি লায়ন মোঃ হিরাজ মিয়া, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের আমলে আইনশৃংঙ্খলা অন্যান্য সরকারের তুলনায় স্বাভাবিক রয়েছে। Mp Abu Zahir Picআইনশৃংঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা অগ্রণী ভুমিকা পালন করছে। কমিউনিটি পুলিশিং গঠনের মাধ্যমে পুলিশ জনতা এক কাতারে মিলে জন স্বার্থে কাজ করছে। তাই আগামী দিনেও এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শনিবার কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, বাংলাদেশের মানুষ চায় শান্তি আর উন্নয়ন। আর উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করে আওয়ামী লীগ। কিন্তু সমাজে কিছু সংখ্যক অপরাধীর জন্য বিশৃংখলা সৃষ্টি হয়। তাই পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে সকল অপরাধ রোধ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকারের উন্নয়ন কর্মকান্ড আরো বেগবান হবে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে জনগণকে সাথে নিয়ে আইন-শৃংখলা পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসাবে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর এসব মহতী উদ্যোগকে বাধাগ্রস্ত করতে দুস্কিৃতিকারীরা এখনও সক্রিয়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংসদ সদস্য বলেন, বিএনপি-জামায়াত দেশে শান্তি চায় না। চাইলে তারাও আজকের এই কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহায়তা করে দেশকে এগিয়ে নিত। এ কারণেই জনগণ তাদেরকে ঘৃণা করে। প্রধান আলোচক তিনি তাঁর বক্তব্যে  ডিআইজি কামরুল আহসান বলেন, বর্তমান সময়ে পুলিশ জনগণের কাছে পৌছে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই প্রতিটি পুলিশ বাহিনীর সদস্যদেরকে পুলিশ ও জনতার মধ্যে সু-সম্পর্ক গড়ে তুলতে হবে। একই সময়ে চুনারুঘাট উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরে এক বণ্যাঢ্য রালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও অফিসার ইনজার্জ কে এম আজমিরুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়রাম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আকতার, মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ। শায়েস্থাগঞ্জে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শায়েস্থাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশের প্রধান সমন্বয় কারী মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও শায়েস্থাগঞ্জ পৌর কমিউনিটি পুলিশের সদস্য কামরুজ্জামান আল রিয়াদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্থাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র ম্যানাজার এডমিন এহসানুল হাবিব, শায়েস্থাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক। এছাড়া মাধবপুরে থানা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এফ,এ,এম শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার এস.এম রাজু আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি গুরুতপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর