,

বানিয়াচঙ্গের রায়পুর গ্রামে বাঁধের ভেতরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

সংবাদদাতা ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের রায়পুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে রেবিবাধের ভেতরে বিষ ঢেলে দিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্য রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে বেরিবাধ দেওয়া সাধারণ লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানি কমতে থাকার কারণে রায়পুর গ্রামের কবরস্থানের পশ্চিম পাশে মাছ ধরার লক্ষে প্রায় ৫০ বেগা জায়গা নিয়ে একটি বেরিবাধ ওই গ্রামের লিটন মিয়া চৌধুরী, জাকির তালুকদার ও সোহাগ চৌধুরীসহ সাধারণ লোকজন। বাঁধ দেওয়া পর বাধের ভেতর ঝাকে ঝাকে মাছ ধরা পড়ছে। গত শনিবার মধ্য রাতে এক আক্রোশান্বিত হয়ে দল দুর্বৃত্তরা বেরিবাধের ভেতরে বিষয় ঢেলে দেয়। আর এতে সকালের দিকে বেরিবাদের ভিতরে মাছ মরে ভেসে উঠে। ক্ষতিগ্রস্থরা জানান, তাদের প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। এদিকে, গতকাল রোববার সকালের দিকে, মরা মাছ খেয়ে হাস, বগলাসহ নানান প্রজাতির পাখি মারা গেছে। তাই এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ক্ষতিগ্রস্থরা।


     এই বিভাগের আরো খবর