,

হবিগঞ্জে জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট
(জেডিসি) পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রথমে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে পরীা হল পরিদর্শন করেন সংসদ সদস্য। পরে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীা আজ থেকে শুরু হচ্ছে।
হবিগঞ্জের শিা কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রে সেলিম মিয়া জানান, হবিগঞ্জ জেলায় এ বছর জেএসসি, জেডিসি এবং কারিগরী শাখায় ৩৩ হাজার ৬৪৫ জন শিার্থী অংশগ্রহণ করবে। জেলায় জেএসসি পরীা হবে ২৯টি কেন্দ্রে এবং জেডিসি পরীা হবে ১১টি কেন্দ্রে ও কারিগরী পরীা হবে ৫টি কেন্দ্রে। তিনি আরো জানান, সকল কেন্দ্রে সুন্দরভাবে পরীা আয়োজনের জন্য সকল প্রস্থতি সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পরীক এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
IMG_1842


     এই বিভাগের আরো খবর