,

হবিগঞ্জে টমটম ভাড়া বৃদ্ধি ॥ জনমনে ক্ষোভ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে টমটম ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে এ ভাড়া বৃদ্ধি নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এতে যাত্রীদের সাথে চালকদের বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে। গতকাল দিনভর শহরের বিভিন্নস্থানে চালকদের সাথে হাতাহাতির ফলে প্রায় ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টমটম মালিক ঐক্য পরিষদের নামে কতিপয় স্বার্থান্বেষী লোক জনমত উপেক্ষা করে হবিগঞ্জ শহরে টমটমের ভাড়া বৃদ্ধি করা হয়েছে মর্মে প্রচার করে। ফলে গতকাল দিনভর এক শ্রেণীর টমটম চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। এর আগে গত জুলাই মাসে টমটমের ভাড়া বৃদ্ধি করা হয়নি মর্মে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পত্রিকায় বিবৃতি দেয়া হয়। ফলে জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্তু গত ২ নভেম্বর হুট করে ভাড়া বৃদ্ধি করে দেন টমটম মালিক ঐক্য পরিষদের কতিপয় নেতা। জানা গেছে, হবিগঞ্জ পৌরসভা শহরে প্রায় ১২শ টমটম চলাচলের অনুমতি প্রদান করে। এ হিসেবে প্রধান সড়কে চলাচলকারী টমটমের ভাড়া বৃদ্ধি পৌরসভারই করার কথা। কিন্তু জনসাধারণের কথা চিন্তা করে ভাড়া বাড়ায়নি পৌরসভা। সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, ভাড়া বৃদ্ধির সাথে সাথে শহরে টমটমের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ১২শ টমটমের স্থলে প্রায় আড়াই হাজারের মতো টমটম চলাচল করছে। ফলে গতকাল শহরে দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা যায়, শহরে টমটম চালানোর ক্ষেত্রে পৌরসভার ভাড়ার চার্ট ঝুলানোর নিয়ম থাকলেও পৌরসভার পক্ষ থেকে কোন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়নি। ফলে কিছুদিন পর পরই একটি মহল ভাড়া বৃদ্ধির নামে ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত থাকে এবং তাদের খেয়াল-খুশিমতো ভাড়া আদায় করে। জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী এখন যাত্রীদেরকে শহরের চৌধুরী বাজার স্ট্যান্ড থেকে শায়েস্তানগর বাজার স্ট্যান্ড পর্যন্ত ১০ টাকা এবং চৌধুরী বাজার থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ টাকা দিতে হবে। টমটমের নির্ধারিত স্ট্যান্ডের আগে উঠানামা করলে ভাড়া ৫ টাকাই বহাল থাকবে। কিন্তু এ নিয়মও মানছে না চালকরা। সরেজমিনে দেখা গেছে, এখন টমটম চালকরা তাদের ইচ্ছামাফিক যেমন, চৌধুরী বাজার থেকে থানা পর্যন্ত, সার্কিট হাউজ ও সিএনজি স্ট্যান্ড পর্যন্ত, বেবিষ্ট্যান্ড পর্যন্ত ১০ টাকা করে আদায় করা হচ্ছে। এ বিষয়ে চালকদের কাছে কারণ জানতে চাইলে তারা জানায়, মালিক সমিতির নিয়ম অনুযায়ীই ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলে অনেক চালক যাত্রীদের দম্ভক্তির স্বরে বলে মনে চাইলে উঠেন না হলে রিকশায় যান। ফলে যাত্রীদের সাথে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে টমটম মালিক ঐক্য পরিষদের সভাপতি এনএম ফজলে রাব্বী রাসেল জানান, এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ড পর্যন্ত ১০ টাকা এবং উঠানামা ৫ টাকা নির্ধারণ করে প্রতিটি টমটমে তালিকা দেয়া হয়েছে। যদি কোন চালক এর ব্যতিক্রম করে তাহলে তাদেকের সংগঠনের নেতৃবৃন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য বলেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌধুরী বাজার থেকে থানার মোড় পর্যন্ত এবং বেবিষ্ট্যান্ড পর্যন্ত টমটমের কোন স্ট্যান্ড নেই। এক্ষেত্রে টমটমের ভাড়া কত হবে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে টমটম মালিক ঐক্য পরিষদের অপর কমিটির সহ-সভাপতি পিন্টু দাস জানান, টমটমের ভাড়া বৃদ্ধি করা হয়নি। কারো কথায় ভাড়া বাড়ানো বা কমানো হবে না। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ জানান, পৌরসভার পক্ষ থেকে ভাড়া বাড়ানো হয়নি।


     এই বিভাগের আরো খবর