,

প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাব ॥ মোঃ আবু সিদ্দিক

আলী হাছান লিটন Untitled-1 নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক বলেন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে
লেখাপড়ায় মনযোগি ও উৎসাহ দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগকে বাস্তবায়ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালু ও টিফিন বক্স বিতরণ করছি। তিনি বলেন শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য উদ্যোগ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি। শেখ হাসিনার সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধরে রাখার জন্য স্কুলগুলোতে নতুন ভবন নির্মাণ ও মিনি পার্কে শিশুদের জন্য খেলনার ব্যবস্থা করেছেন। এসব কারণে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ আনন্দের সঙ্গে স্কুলে থাকবে। গতকাল মঙ্গলবার দুপুরে রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত মা-সমাবেশ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিজিৎ পালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমেদ চৌধুরী, বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) আল-হেলাল আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ছুরুক মিয়া। এতে বক্তব্য রাখেন মজিদুর রহমান মজিদ, মোঃ  আব্দুল গফুর, কোমোদ রঞ্জন দাশ, আব্দুছ সামাদ,  মোক্তিযোদ্ধা রবিন্দ্র দাশ, বাবুল পাল, শহীদ মিয়া চৌধুরী প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। বিকালে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা-সমাবেশ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে টিফিন বক্স বিতরণ করেন। সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দু দাশের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) আল-হেলাল আহমেদ, প্যানেল চেয়ারম্যান (২) ও স্থানীয় মেম্বার মোঃ নুরুল হক। এতে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর