,

নবীগঞ্জের দক্ষিণ মামদপুরে বিদ্যুৎ উদ্বোধন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার ॥  নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনয়নের দক্ষিণ মামদপুর গ্রামে ৭ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু’র প্রচেষ্ঠায় গ্রাহকদের
মধ্যে পল্লী বিদ্যুৎ এর সংযোগ উদ্বোধন করেন। গতকাল শুক্রবার বিকেলে সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক সভাপতিত্বে ও যুবসংহতি ইউপি সদস্য সচিব আব্দুল মালিক এর পরিচালনায় উক্ত বিদ্যুৎ  উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম.এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারিক, বিএনপি নেতা শফিউল আলম বজলু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ১২নং এলাকার পরিচালক শফিউল আলম হেলাল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, জেলা জাতীয় পার্টির সদস্য নুরুল হক তুহিন, ইউপি বিএনপির সাবেক সভাপতি মকসুদ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, ইউপি সদস্য তোফাজ্জল হক বকুল,ইউপি সদস্য শামত আলী, সাবেক মেম্বার ছামাদ আলী, বিএনপি নেতা আব্দুল খায়ের কায়েদ, শতক বাজার কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এলাইছ, জেলা যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, যুব সংহতি নেতা নাছির চৌধুরী, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ মতিন চৌধুরী, গজানইপুর ইউপি যুবসংহতির আহবায়ক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন,  নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী,  গজনাইপুর ইউপি যুবলীগ নেতা সৈয়দ মুহিবুল হাসান মাহি, রুমান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে এম.পি মুনিম চৌধুরী বাবু মামদপুর গ্রামে দুইটি মসজিদের উন্নয়য়ে ২ লক্ষ টাকা ও দুইটি রাস্তা পাকা করণ সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন ।


     এই বিভাগের আরো খবর