,

ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে গভনিং বডির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে গভর্নিং বডির সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ন এক টানা ভোট গ্রহণ চলে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১ শত ৯২ জন। এর মধ্যে ৬ শত ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার আগেই ভোটারগণ তাদের প্রার্থী নির্বাচনের লক্ষে ভোট কেন্দ্রে আসতে শুরু করেন। নির্বাচনে
সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সদস্য পদে ৩ জন নির্বাচিত হন। িিনর্বাচিতরা হলেন, মোঃ জসিম উদ্দিন (আনারস) মার্কা ৪৫৬ ভোট। তহির উদ্দিন (ছাতা) ৪০৪ ভোট ও আবুল কালাম আজাদ (হরিণ) ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য ০৩ জন প্রার্থী হলেন, গোলাম হোসেন রব্বানী (চেয়ার) পেয়েছেন ১৫৮ ভোট, সিদ্দিকুর রহমান (দোয়াত কলম) ১৫৩ ভোট, চন্দন রায় হারু দোয়াত কলম ১৪৮ ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গভনিংবডির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয এন্ড কলেজের প্রভাষক ইকবাল হোসেন ও প্রভাষক শরীফ হোসেন। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্রিতা করেন তারা হলেন মোঃ আব্দুর রউফ ও সাবেক চেয়ারম্যান মাসুম আহমদ জিহাদী ।  মোট ২৭ জন ভোটার ছিলেন এর মধ্যে ১০ জন তাদের ভোট প্রয়োগ করেন। এ পদে ৭ ভোট পেয়ে মোঃ আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী পেয়েছেন ৩ ভোট।


     এই বিভাগের আরো খবর