,

বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার প্রতিবাদে ২য় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার অপরাহ্নে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের পক্ষে একটি স্মারকলিপি বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে। স্মারকলিপিতে এলাকার সাধারণ মানুষের শাস্তি, স্বস্থি ও আওয়ামীলীগের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বার্থে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলাকারী সন্ত্রাসী তারা মিয়া ও সাহেদসহ তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। গত শুক্রবার বিকেলে বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন বেদে পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা বিতরণকালে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সন্ত্রাসী হামলা শিকার হন। গতকাল রোববার বাহুবল বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার নূর মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধার ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও শামীনুর রহমান, সদস্য সচিব জমশেদ মিয়া, বাহুবল বাজার কমিটির সভাপতি ও জাপা নেতা এমএ জলিল তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আহমেদ আওলাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, আওয়ামীলীগ নেতা ফরিদ তালুকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মুছাব্বির শাহীন, আওয়ামীলীগ নেতা আয়াজ আলী ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ। এদিকে, শনিবার দুপুরে উপজেলার মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করে। বিকেল ৪টায় বাহুবল বাজারে বাহুবলের সচেতন জনগণের ব্যানারে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং সন্ধ্যার পর মিরপুর বাজারের বিশ্বরোড মোড়, পুটিজুরী বাজার ও স্নানঘাট বাজারে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আজ সোমবারও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন চলছে।


     এই বিভাগের আরো খবর