,

নবীগঞ্জে স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিবর্তনের পায়তারা ॥ প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বাস্তবায়নে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছেন এর ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ করার পরও একটি মহল চক্রান্ত করে স্টেডিয়ামের জায়গা পরিবর্তন এর
পায়তারা করছে এর প্রতিবাদে নবীগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রফিক মিয়ার সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইকবাল আহমেদ বেলাল, ওহি দেওয়ান চৌধুরী,ি হমাদ্রী দাশ, পাবেল আহমেদ, নুরুল হক, তোফায়েল আহমেদ, আঙ্গুর মিয়া, জিলা আহমেদ, বাদল সর্দার, মাহফুজ আহমেদ, সামির মিয়া,আকাশ আহমেদ,র”বেল মিয়াসহ উপজেলার বিভিন্ন গ্রামের ক্রীড়ামুদি ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন । জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে ৩ একর এর ও বেশি খাস জমির উপর স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ করে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ডিও লেটার ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার প্রতিবেদন প্রেরণ করেন। কিন্তু একটি কু-চক্রী মহল জায়গা পরিবর্তন করে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মাঠে নেওয়ার পায়তারা চালাচ্ছে এরই প্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রথমে চৌশতপুর গ্রামে স্টেডিয়াম নির্মাণের জন্য নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ডিও লেটার প্রেরণ করেন এবং পরবর্তীতে ২য় বারের মতো হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সাতাইহাল মাঠে স্টেডিয়াম নির্মাণের জন্য ডিও লেটার প্রেরণ করেন। বক্তারা বলেন আমাদের বহুদিনের স্বপ্নকে ভেঙ্গে ফেলার জন্য উনি প্রস্তাবিত স্থান চৌশতপুর থেকে সাতাইহাল নেওয়ার জন্য কার স্বার্থ হাসিলের জন্য এই পায়তারা করছেন। অবিলম্বে চৌশতপুর গ্রামে স্টেডিয়াম নির্মাণের সকল কার্যক্রম দ্রুত শুরু হউক এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবায়নে এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারসহ উপজলোর গর্ণমান্য ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানান। উক্ত প্রতিবাদ সমাবেশে  বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর