,

নবীগঞ্জে স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিবর্তনে পায়তারার চেষ্টা ॥ স্মারক লিপি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ করার পরও একটি মহল চক্রান্ত করে স্টেডিয়ামের জায়গা পরিবর্তন এর পায়তারা করার কারণে প্রতিবাদ সমাবেশের পর এবার ক্রীড়ামোধী
ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সস্থার সভাপতি তাজিনা সারোয়ারের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারক লিপিটি উপজেলা নির্বাহী  অফিসার তাজিনা সারোয়ার এর কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, বাউসা ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, ওহি দেওয়ান চৌধুরী, খোর্শেদ আলম মফিজ, পাবেল আহমেদ প্রমুখ। স্মারক লিপিতে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে ৩ একর এর ও বেশি খাস জমির উপর স্টেডিয়াম নির্মাণের জায়গা নির্ধারণ করে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ডিও লেটার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুইবার প্রতিবেদন প্রেরণ করেণ। কিন্তু একটি কু-চক্রি মহল ব্যক্তি স্বার্থে জায়গা পরিবর্তন করে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মাঠে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এর প্রতিবাদে গত মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ এবং বুধবার স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে সাতাইহালের পাশ্ববর্তী উপজোয় বাহুবল  রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সেটার উদ্বোধন করেন মহিলা এমপি কেয়া চৌধুরী।  যদি কোন কারণে সাতাইহালে স্টেডিয়াম নির্মাণ করা হয়। সেক্ষেত্রে নবীগঞ্জ উপজেলার প্রায় ১০টি ইউনিয়নের মানুষ ধেলাধুলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এটা নবীগঞ্জের ক্রীড়াঅঙ্গন ও মানুষ মেনে নেবে না। তাই ক্রীড়ামোধী ও নবীগঞ্জের মানুষের প্রাণের দাবী শহরের পাশে চৌশতপুর গ্রামে  মিনি স্টেডিয়াম স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সহযোগিতা কামনা করছে নবীগঞ্জবাসী।


     এই বিভাগের আরো খবর