,

এমপি কেয়া চৌধুরী’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাহুবলে ধর্মঘট আজ ॥প্রত্যক্ষদর্শীদের নিকট হামালার বর্ণনা শুনলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অবস্থান
ধর্মঘট সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটি গত মঙ্গলবার রাতে কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সাধারণ আব্দুল মুছাব্বির শাহীন। কর্মসূচি সফল করতে বুধবার দিনভর উপজেলার সর্বত্র প্রচারণা চালানো হয়েছে। এদিকে, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেবের কাছে কেয়া চৌধুরী এমপি’র উপর সন্ত্রাসী হামলার বর্ণনা দিয়েছেন প্রত্যদর্শীরা। গতকাল বুধবার সকালে তিনি এ ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে খোজখবর নিতে বাহুবল উপজেলায় আসেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওপরদিকে, মঙ্গলবার রাতে সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির জরুরী সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আসকার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির শাহীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম সম্পাদক মুশাহিদ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, মুক্তিযোদ্ধা নূর মিয়া, মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা আমির হোসেন, মুক্তিযোদ্ধা হাবিবউল্লা (মেম্বার), মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, ছুরুক মিয়া তালুকদার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ। সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির শাহীন জানান, কেয়া চৌধুরী এমপি’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাহুবল-নবীগঞ্জের মানুষ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ কর্মসূচিতে ডজনখানেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান একাত্মতা ঘোষণা করবে। তিনি বলেন, আমরা আশা করছি অবস্থান ধর্মঘটে ব্যাপক লোকসমাগম হবে। গত শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন বেদে পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা বিতরণকালে হবিগঞ্জ-সিলেট এলাকার   সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সন্ত্রাসী হামলা শিকার হন। এরপর থেকে বাহুবল, নবীগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত হয়েছে। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি।


     এই বিভাগের আরো খবর