,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে “মেমরি অব দ্য ওয়ার্ল্ড” বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি লাভ

 স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে “মেমরি অব দ্য ওয়ার্ল্ড” বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। গত সোমবার প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা
এক বিজ্ঞপ্তিতে, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে “ডকুমেন্টারি হেরিটেজ” (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন। জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার আফসানা আইয়ুব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিবছর অডিও ও ভিজ্যুয়াল রেকর্ডের জন্য ইউনেস্কোর পক্ষ থেকে বৈশ্বিক তালিকা করা হয়। এই কমিটিতে চলতি বছর ৭৮টি দেশের ঐতিহ্য স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৭ মার্চের ভাষণ অন্যতম।’ বঙ্গবন্ধু তাঁর ভাষণে উল্লেখ যোগ্য অংশে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকান্ডর তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে “মেমরি অব দ্য ওয়ার্ল্ড” বা ‘বিশ্বের স্মৃতি’ হিসেবে স্বীকৃতি দেয়ায় আগামী ২৫ নভেম্বর সারাদেশ ব্যাপী বর্নাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্টান সফলভাবে  উৎযাপন করার লক্ষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করা হয়। গতকাল বুধবার বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এ ভিডিও কনফারেন্স করেন। এসময় হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মণীষ চাকমার সভাপতিত্বে উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রেসক্লাব এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান, সাবেক পিপি এডভোকেট আকবর হুসেন জিতু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোহাম্মদ আলী পাঠানসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রজন্ম ৭১ ও বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর