,

নবীগঞ্জে জামায়াত নেতা মোস্তফার পুত্র জামিল হত্যার প্রধান আসামী পংকি গ্রেফতার॥চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবী সিআইডির

মুরাদ আহমদ ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের জামায়াত নেতা মাওলানা মোস্তফা আহমদের বাড়ীতে ডাকাতি ও তার পুত্র জামিল হত্যা মামলার প্রধান আসামী দিদার আহমেদ পংকি (৩০) কে প্রায় সাড়ে ৬ মাস পর গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গ্রেফতারের পর রিমান্ডে এনে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সিআইডি কার্যালয়ে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ আব্দুর রাজ্জাক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য সাংবাদিকদের নিকট তুলে ধরেন। পংকি সিলেট ওসমানি নগর থানার পশ্চিম ব্রা´ণপাড়া
গ্রামের জামায়াতকর্মী মাওলানা মোতাব্বির হোসেনের পুত্র। পুলিশ জানায়, আউশকান্দি ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মোস্তফা আহমদের বাড়ীতে গত ১ এপ্রিল  রাত ৩ টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী লোক বাড়ির কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ীর গৃহকর্তা মাওলানা মস্তফা আহমদের শয়ন কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করলে অন্য রুমে ঘুমিয়ে থাকা তার পুত্র জামিল আহমদ (২৫), মওদুদ আহমদ (২২) ও মাসুদ আহমদ (১৬) আচ করতে পেরে জেগে উঠেন। এক পর্যায়ে তারা তাদের বাবাকে রক্ষা করতে অজ্ঞাতনামা দুবৃর্ত্তদের সাথে পাল্টা আক্রমনের চেষ্টা চালায়। এতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ক্ষীপ্ত হয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। প্রায় আধ ঘন্টা সময় দুর্বৃত্তদের সাথে চলে তাদের তিন ভাইয়ের হামলা পাল্টা হামলা। এক পর্যায়ে দুর্বৃত্তরা পিছু নিয়ে বাড়ীর উঠানে যায়। এসময় উঠানে গিয়ে চলে আরো হামলা পাল্টা হামলা। পরে দুর্বৃত্তদের সাথে হার মেনে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ৩ সহোদর। পরে দুর্বৃত্তরা চলে যায়। ঘটনার খবর গ্রামের লোকজন জানতে পেরে এগিয়ে এসে তাদেরকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিল আহমদকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জন কে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষেও কোন সুরাহা করতে না পেরে মামলাটি ডিবিতে ন্যস্ত হয়। এ সংস্থাটিও কোন সুরাহা করতে না পারায় অবশেষে মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডির ওসি আব্দুর রাজ্জাক বিভিন্ন সোর্সের মাধ্যমে নিশ্চিত হন যে দিদার আহমেদ পংকির নেতৃত্বে ওই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এরই প্রেক্ষিতে সিআইডি পুলিশ গত ২৩ অক্টোবর রাতে ওসমানী নগর থেকে দিদার আহমেদ পংকিকে গ্রেফতার করে। পরে রিমান্ড আবেদন করা হলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। গত ৩ দিন ধরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ আব্দুর রাজ্জাক জানান। তিনি আরো জানান, পংকির সাথে আর কারা কারা জড়িত ছিল এ মুহুর্তে প্রকাশ করা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর