,

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপির উপর বর্বরোচিত
হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় বাহুবল উপজেলার ডুবাঐ এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় ডুবাঐ বাজারে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বী তুতা মিয়ার সভাপতিত্বে ও সাজাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, বাহুবল সন্ত্রাস-দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর মোছাব্বির শাহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী, আহত এমপি কেয়া চৌধুরীর বড় ভাই এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাবেক ইউপি চেয়ারম্যান হরমুজ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশিদ ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাবাজ মিয়া, জেলা সাংস্কৃতিকলীগ সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামীলীগ নেতা আয়েজ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, আওয়ামীলীগ নেতা জিলা মিয়া, সাবেক মেম্বার মতিন মিয়া, স্নানঘাট যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী আমিনী, যুবলীগ নেতা সুজাত মিয়া, নবীদ আলী, শুয়া মিয়া, আজমল মিয়া, আবুল হামিদ, ছালিক মিয়া, সাবাজ মিয়া, ফেরদৌস আলম হৃদয়, বক্তাগণ সন্ত্রাস-দূর্নীতি প্রতিরোধ কমিটির ঘোষিত আগামি ২৬ নভেম্বরের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধকে সফল করতে সকলকে আহ্বান জানান। এদিকে শুক্রবার বিকাল ৩টায় উপজেলার পুটিজুরী বাজারে সন্ত্রাস-দূর্নীতি প্রতিরোধ কমিটি, বাহুবল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাহুবল উপজেলার মিরপুরস্থ বেদে পল্লীতে আর্থিক অনুদান বিতরণকালে হামলার শিকার হন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।


     এই বিভাগের আরো খবর