,

নবীগঞ্জের কায়স্থগ্রাম স্কুলে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সমিরনদে’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন গজনাইপুর ইউনিয়নের মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ সাফিয়া ইয়াছমিন, সাবেক মেম্বার খরছু মিয়া, সাবেক মহিলা সদস্য গৌরি রাণী ধর, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, দৈনিক বিজয়ের বার্তা (অনলাইন) পত্রিকার সম্পাদক ছনি চৌধুরী, বিশিষ্ট মুরব্বি সাদিক মিয়া, কাজল মিয়া, ইউপি যুবলীগ নেতা অয়তুন মিয়া প্রমুখ। এছাড়াও ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি কদ্দুছ মিয়া ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা তাছলিমা আক্তার। শেষে স্কুলের পক্ষ থেকে পিএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। পরে কায়স্থগ্রাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর