,

নবীগঞ্জে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ব্রিঘœ সৃষ্টির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত
জুটিটিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মামলাটি দায়ের করেছেন নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ের রুখনপুর গ্রামের মুশাহিদ আহমদ। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, মৌজা রুখনপুর, জেএলনং ২১৩, খতিয়ান নং ২৩৩, দাগ নং ১৫১৪ এর ১৫ শতক ভূমির মধ্যে ২ শতক জায়গা তাদের পারিবারকি রাস্তা হিসেবে দীর্ঘখাল ব্যবহার হয়ে আসছে। কিন্তু একই গ্রামের মজনু ও তার পুত্র রুবেল মিয়া এলাকার কোন বিচার শালিসের  তোয়াক্কা না করে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সেই হিসেবে গৃহনির্মানের উদ্দ্যেশ্য উক্ত রাস্তায় ইটবালুসহ বিভিন্ন মালামাল জমায়েত করছে। গত মঙ্গলবার রাস্তার মাঝখানে গৃহ নির্মাণের উদ্যোশ্য গর্তকরে একটি পিলার ডালাই দিয়েছে। যাতে মুশাহিদ আহমদ ও তার পরিবারের লোকজন চলাচলে বিঘœ ঘটছে। মামলায় তিনি  আসামীদের বিরুদ্ধে ১৪৭ ধারার বিধান মতে আইনানুগ আদেশ প্রার্থণা করলে আদালত নালিশা ভূমিতে কোন পক্ষই যাতে স্থাপনা সৃষ্টি করতে না পারে  তা নিশ্চিত করতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর