,

দেওয়ান ফরিদ গাজী ছিলেন মাটি ও মানুষের প্রিয় নেতা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জননেতা দেওয়ান ফরিদ গাজীর  ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল
বুধবার বিকেলে মরহুমের জন্মস্থান দেবপাড়ায় এক  স্মরণসভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন,নন্দিত জননেতা দেওয়ান ফরিদ গাজী ছিলেন মাটি ও মানুষের নেতা  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহিত আহমদের সভাপতিত্বে  এবং যুবলীগ নেতা অনু আহমদের  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য পুত্র হবিগঞ্জ -১( নবীগঞ্জ -বাহুবল)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গাজী শাহ নেওয়াজ মিলাদ গাজী। স্মরণসভায়  স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের স¦াস্থ্য বিষয়ক সম্পাদক, সাবেক  এমপি ইসমত আহমদ চৌধুরী ও  বেগম আবেদা চৌধুরীর তনয়া ডা.নাজরা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় তাঁতী লীগের নির্বাহী সদস্য হবিগঞ্জ তাঁতী লীগের সভাপতি মুদ্দত আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওযায়দুল কাদের হেলাল।  সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিরা লাল দাশ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা আনোয়ার আলী, যুবলীগ নেতা মিঠু মোহন দেব, ছাত্রলীগ নেতা নুরুল আহমদ রিয়াদ, ইকবাল আহমদ বেলাল, ওহি দেওয়ান চৌধুরী,রুহেল আহমেদ, শেখ রাসেল শরীফ,রুবেল আহমদ, রোমান আহমদ,লিটন দেব, সাইফুর রহমান,খসরু আহমদ সাজু,নেছার আহমদ জগলু, রুহেল আহমদ, অয়তুন আহমদ,আজাদ মিয়া, আরজু মিয়া,নজীর মিয়া, আব্দুর রহমান,লিলু মিয়া,দরবেশ মিয়া, ফখরুল মিয়া, বদরুজ্জামান মেম্বার, এটি এম রুবেল প্রমুখ। দিনের ২য় অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গাজী মো,শাহনেওয়াজ মিলাদ গাজীর প্রচেষ্টায়  প্রাপ্ত অনুদানের চেক দ্রস্থ এবং  অসুস্থ লোকদের মধ্যে বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর