,

দারুল হিকমাহ’র শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী

স্টাফ রিপোর্টার ॥ গতকাল নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত
অত্র মাদরাসার সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাপ্তাহিক সাংস্কৃতিক সভার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য-নবীগঞ্জ কল্যাণ সমিতির সাবেক ট্রেজারার, হবিগঞ্জ ডায়বেটিক হসপিটালের ট্রাষ্টি মেম্বার ক্বারী আব্দুছ ছালাম, আরমান উল্লাহ ইসলামিক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মাও: মুশাহীদ আলী, নবীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমীর উদ্দীন, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আক্কাছ আলী, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির প্রচার সম্পাদক শাহ আবু বকর প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন  মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, মাদরাসার শিক্ষক সোহেল আহমদ, মুফতী শফিকুল ইসলাম, মাও: আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু মোফাজ্জল ইসলাম, আবু হানিফা, সোহানুর রহমান শুভ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আহমদ তালুকদার, আবুল হোসেন ও রাকিবা আক্তার সেজি এবং অত্র মাদরাসার দশম শ্রেণির ছাত্র সালেহ আহমদ প্রমুখ। প্রধান অতিথি বলেন,  অত্র মাদরাসার শিক্ষার্থীরা প্রতিটি পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে নবীগঞ্জের ভাবমূর্তি বহুগুণে উজ্জল করে যাচ্ছে। মাদরাসা শিক্ষাকে আধুনিক যুগোপযোগী করে সচেতন অভিভাবকদের দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নয়, অত্র মাদরাসার শিক্ষার্থীদের মুফাচ্ছির, মুহাদ্দিস ও ফকীহ হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে সমাজে দ্বীনের আলোকে ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার ও শামীম আহমদ তালুকদার, ইংরেজী বিভাগের আবুল হোসেন, ণ-বিজ্ঞানের শাহাদাত তরফদার, বাংলা বিভাগের রাকিবা আক্তার সেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আবু হানিফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সোহানুর রহমান শুভ ও আরবী বিভাগের মোফাজ্জল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া সারা বছর মাদরাসার সাপ্তাহিক সাংস্কৃতিক সভায় বক্তৃতা, কবিতা আবৃত্তি, ক্বেরাত, ইসলামী সংগীত, দারসুল কোরআন-হাদীসসহ বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর