,

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫শে জানুয়ারি রবিবার আরাধনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর উৎসব বিদ্যারদেবী সরস্বতি পূজা। বিদ্যার দেবী সরস্বতি সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের কাছে পরম আরাধ্য। আর তাই সরস্বতি পূঁজাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে থাকে বিপুল উৎসাহ উদ্দিপনা। জ্ঞান আহরণে মা সরস্বতির আর্শিবাদ পেতে নানা আয়োজন চলছে জেলার সর্বত্র। সেই স্বরসতি পূঁজার জন্য প্রতিমার হাঁট বসেছে শহরের বেশ কয়েকটি স্থানে। আর কয়েকদিন পরই পূঁজা, তাই রাতদিন পরিশ্রম করে নানান ডিজাইনের সরস্বতি প্রতিমার বানাতে ব্যস্ত কারিগররা। গতকাল রবিবার সরেজমিনে শহরের চৌধুরী বাজার, ঘাটিয়া বাজারসহ বেশ কয়েকটি জায়গায় গিয়ে দেখা যায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় কাটাতে কারিগররা। সে বাজারগুলোতে গিয়ে দেখা যায়, সরস্বতি প্রতিমার দীর্ঘ সারি। আর মাত্র অল্প কয়েকদিন বাকী সরস্বতি পূঁজা, তাই শিক্ষার্থীরা এসে তাঁদের অর্ডার দেওয়ার প্রতিমার কাজ কেমন হয়েছে এবং কতটুকু এগিয়েছে তা দেখছেন। সবার প্রত্যাশা অন্যদের চাইতে যাতে নিজেদের প্রতিমাটি আকর্ষনীয় হয়। প্রতিমা তৈরীতে ব্যস্ত থাকা এক কারিগর দেশজমিনকে বলেন এবারের মূর্তিও দাম অন্য বছরের তুলনায় একটু বেশী। দির্ঘ্য হরতাল-অবরোধের কারণে প্রতিমা তৈরীর উপকরণ আনতে আমাদেও বেশী দামগুনতে হচ্ছে। এছাড়া প্রতিমার সাজসজ্জা, নকশা ও সাইজের ভিত্তিতেও দামের তারতম্য হবে। তবে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে। অন্যদিকে ক্রেতাদেও সঙ্গে কথা বললে তারা দেশজমিনকে জানায়, অন্য বছরের তুলনায় এবারের মূর্তি অনেক সুন্দর কিন্তু দাম অন্য বছরের তুলনায় অনেক বেশী। তাতে আমাদেও খুব একটা সমস্যা না হলেও দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুব হতাশার মধ্যে আছি। তবু আমরা আশা করছি সকল ধর্মের মানুষের সমন্বয়ে আমাদেও এই পুজাটি সুন্দরভাবেই সম্পণ্য হবে। এই পূজাটি প্রায় প্রতিটি পাড়ায় পাড়ায় সনাতন ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীরা করে থাকে। শাস্ত্রীয় মতে এ বছর ২৫ জানুয়ারী রবিবার পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।


     এই বিভাগের আরো খবর