,

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় হবিগঞ্জ জজশীপের শোভাযাত্রা

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ” রেজিস্ট্রারে অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়ে আইন বিচার বিভাগ, বিচার শাখা-৫ এর নিদের্শনা অনুযায়ী সারাদেশে ন্যায় হবিগঞ্জ গতকাল হবিগগঞ্জ জেলা জজশীপ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চীফ ম্যাজিস্ট্রেট আদালতের সকল সরকারী কৌশলী ও পাবলিক প্রসিকিউটর ও আদালতের কর্মকর্তা ও কর্মচারীগণ সিনিয়র জেলা জজ মোঃ আতাবুল্লাহর নেতৃত্বে জজশীপ প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জজশীপ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা জজ মোঃ আতাবুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্তি জেলা ও দায়রা জজ মাহফুজা পারভীন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান সিদ্দিকী, পিপি সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট সুবীর রায়, অ্যাডভোকেট সালাহ উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, অ্যাডভোকেট ফজলে আলী, নাজির মোঃ ওসমান রেজাউল করিমসহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেটসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর