,

জামিন পেলেন শিবিরের কেন্দ্রীয় সহ আইন সম্পাদক এডভোকেট মকবুল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় দায়েরী মামলায় জামিন
পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আইন সম্পাদক এডভোকেট শেখ মকবুল হোসেন। গতকাল স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে ব্রাহ্মন বাড়ীয়ার বিজ্ঞ দায়রা জজ ইসমাইল হোসেন তার জামিন মঞ্জুর করেন। মামলার বিবরনে প্রকাশ নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক ও জিহাদী বই হেফাজতে রাখার অভিযোগে  মকবুল সহ ১২ জনের বিরুদ্ধে ব্রাহ্মন বাড়ীয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় গত ২৪ জানুয়ারী ২০১৫ তারিখে ৭৭ নং দায়ের করে পুলিশ, যার জিআর নং ৭৭/১৫ইং এবং বিশেষ ট্রাইব্যুনাল মোকদ্দমা নং ৪/১৬ইং। মকবুল উক্ত মামলার ৬নং এজাহার নামীয় আসামী। এড. মকবুল উক্ত মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আেদালতে স্বেচ্ছায় হাজির হন। আসামী পক্ষে মামলা পরিচারনা করেন হবিগঞ্জ বারের  সদস্য এডভোকেট মোঃ হাফিজুল ইসলাম, ব্রাহ্মন বাড়ীয়া জেলা বারের সভাপতি এডভোকেট সারওয়ারই আলম, এডভোকেট আবুল বশর চৌধুরী সাধন, এডভোকেট মনিরুজ্জামান প্রমূখ এবং রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি এড. এসএম ইউছুফ  ।


     এই বিভাগের আরো খবর