,

নবীগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি হিসেবে গোলাম মোস্তফা রফিককে অন্তর্ভূক্তনবীগঞ্জে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা  পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান মুকুল,  উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, ভারপ্রাপ্ত টিএইচও ডাঃ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, ইউপি চেয়ারম্যান এডভোকেট মোঃ জাবিদ আলী, মোঃ আশিক মিয়া, মোঃ ছাইমুদ্দিন, আলী আহমদ মূসা, নজরুল ইসলাম, জাবেদুল আলম চৌধুরী সাজু, প্যানেল চেয়ারম্যান পঙ্কজ দাস, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুন নুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা, আনসার বিডিপি অফিসার আব্দুল আউয়াল, পলী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী প্রমূখ। সভায় জানানো হয়, নবীগঞ্জে ৪টি প্রেসক্লাব কমিটি বিলুপ্ত ঘোষনা করে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মেস্তফা রফিককে নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাধারণ সম্পাদক চৌধুরীর মোহাম্মদ ফরিয়াদকে সদস্য সচিব করে নবীগঞ্জ প্রেসকাবের ৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ১৫ নভেম্বর নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ স্বাক্ষরিত একপত্রে নবগঠিত আহবায়ক কমিটি নবীগঞ্জ প্রেসক্লাবের সকল দায়িত্ব পালন করবে বলে জানান। এর প্রেক্ষিতে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেন, নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্য হিসেবে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফা রফিককে অন্তভূক্ত করা হল এবং সাংবাদিক এম.এ আহমদ আজাদ এর সদস্য বাতিল করা হল। এছাড়া নবীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন না হওয়া পর্যন্ত গোলাম মোস্তফা রফিক নবীগঞ্জ উপজেলা আইশৃংংলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি ঘোষনা দেন। আসন্ন শীত মৌসুমে চুড়ি ডাকাতি রোধে নবীগঞ্জে বিভিন্ন সড়কে রাতে পুলিশ টহল জোড়দার করা হবে। উপজেলার বিভিন্ন গ্রামে পলী বিদ্যুৎ এর সংযোগ দেওয়ার নামে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুমিহীন মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্ধকৃত প্লট অচিরেই তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আগামী বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর