,

আজমিরীগঞ্জে এক গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সরূপা খাতুন (৭০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের খাতায় ‘বিষাক্রান্তমৃত্যু’ লেখায় বিভ্রান্তিসৃষ্টি হয়েছে। গৃহবধূর স্বামী আব্দুল আওয়াল বলছেন তিনি হাসপাতালের কাউকে ‘বিষাক্রান্তহয়ে মৃত্যু’ বলেননি। অথচ হাসপাতালের জরুরি বিভাগের
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লিখেছেন ‘বিষাক্রান্তমৃত্যু’। এ নিয়ে তিনি পড়েছেন বিপাকে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিবপাশা গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের স্ত্রী সরূপা খাতুন মারা যান। সরূপা খাতুনের পুত্র তপসির মিয়া জানান, তার মা মানসিক রোগী ছিলেন। সকালে তার মা বমি করতে থাকলে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে ‘বিষাক্রান্তমৃত্যু’ লেখায় ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি সদর থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে এসআই রুহুল আমিন হাসপাতালে এসে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের উদ্যোগ নেন। কিন্তু আব্দুল আউয়াল এ সময় লাশের ময়নাতদন্তকরতে রাজি না হলে এ বিভ্রান্তিসৃষ্টি হয়। রাত ৯টায় এস আই রুহুল আমিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর