,

আউশকান্দি ইউপির চেয়ারম্যান হারুনের বিরুদ্ধে শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণের টাকা আত্মসাতের অভিযোগ

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণের নামে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক উপজেলার স্থানীয় ইউপি চেয়ারম্যানদের এল.জি.এফ.সি’র বরাদ্দের একটি অংশ ইউনিয়নের প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বিক্স বিতরণের সিদ্বান্ত গৃহিত হয়। এরই আলোকে ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলে প্রাথমিক পর্যায়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। জানা যায়, আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’সহ বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকদের জিজ্ঞেস করা হলে তারা টিফিন বক্স পাননি বলে জানান। এছাড়া ইতিমধ্যে আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ৫ম শ্রেনীর ছাত্রছাত্রীদের টিফিন বক্সের সংখ্যাসহ প্রাপ্তি পত্রে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাদের কাছ থেকে স্বাক্ষর নেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। প্রাপ্তিপত্রের স্বাক্ষর নেওয়ার ১ মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারনে অদ্যাবধি সংশ্লিষ্ট স্কুলের ছাত্র-ছাত্রীরা টিফিন বক্স পাননি। প্রতিটি টিফিন বক্সের মূল্য ৭০ টাকা নির্ধারণ করে ইউনিয়নের প্রতিটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার সিদ্বান্ত ছিল। টিফিন বক্স না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পূর্বে টিফিন বক্স বিতরণ না করায় এবং তাদের তাদের টিফিন বক্স যথাসময়ে না পাওয়ায় বঞ্চিত হওয়ার আশংকায় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনকে দায়ী করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এনিয়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা জানান টিফিন বক্স প্রাপ্তিপত্রে স্বাক্ষর নেওয়ার সময় ইউপি চেয়ারম্যান জানান ছাত্রছাত্রীদের টিফিন বক্স ২-৩ দিনের ভিতরে পেয়ে যাবেন বললেও এক মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও ছাত্রছাত্রীদের টিফিন বিক্স না পাওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা হতাশা ব্যক্ত করেন। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, ইউপি নির্বাচনের পর থেকেই ইউনিয়ন অফিসের বিভিন্ন কার্যক্রম, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের নামে অনিয়মের ব্যাপক বিস্তার ও দুর্নীতির অভিযোগ উঠে। এ ব্যাপারে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান ইউনিয়নের অধিকাংশ স্কুল গুলোতে ছাত্রছাত্রীদের টিফিন বক্স প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়েছে ।  এবং অবশিষ্ট স্কুলগুলোতে ডিসেম্বরের শেষ পর্যায়ে বন্টন করা হবে, যা পক্রিয়াধীন রয়েছে। উল্লেখিত  অনিয়মে জেলা প্রশাসক মনীষ চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন অভিভাবকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর