,

হবিগঞ্জে কোচিং বানিজ্য রোধ-আন্তজার্তিক দুর্নীতি দিবস পালনের লক্ষ্যে মানববন্ধন ও ডিসি’র সাথে দুদক-দুপ্রক’র মতবিনিময়

 রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘কোচিং বানিজ্য বন্ধ করুন শিক্ষা ব্যবস্থা রক্ষা করুন’ এমন প্রতিবাদ্য বিষয় নিয়ে শিক্ষক-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে গতকাল রবিবার বিকেলে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাস সংলগ্ন প্রধান সড়কের ফুটপাটে দুপুর ২ টায় সংশ্লিস্ট কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহার নের্তৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন, দুপ্রক’র সহ-সভাপতি ডাঃ জমির আলী, সেক্রেটারী সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুজ জাহের, সদস্য মোঃ মহসীন, দুদক’র এডি মোঃ এরশাদসহ দুদক-দুপ্রক’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ। এদিকে একই দিন দুপুর সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসক মনীষ চাকমার সাথে তার কার্যালয়ে আগামী ৯ ডিসেম্বর আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় দুদক নির্দেশিত সম্ভাব্য অনুষ্ঠানমালা বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর নের্তৃবৃন্দ। এতে অংশ নেন, দুদক’র উপ-পরিচালক মলয় কুমার সাহা, এডি মোঃ এরাশাদ, জেলা দুপ্রক সভাপতি সাবেক এমপি চৌধুরী আব্দুল হাই, সহ-সভাপতি ডাঃ জমির আলী, সেক্রেটারী সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুজ জাহের, মেম্বার তাহমিনা বেগম গিনি, মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, মেম্বার মোঃ মহসীন ও জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন আহমেদ সহ প্রমুখ কর্মকর্তা ও সদস্যগণ। সভায় দুর্নীতি রোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ব্যাপক প্রচারনা সহ সকল কর্মসূচী জাকজমকপূর্ণভাবে পালনের নিমিত্তে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় কেন্দ্রীয় দুদক’র নির্দেশনা ও সাম্প্রতিক সময়ে শুরু হওয়া কোচিং বানিজ্য বন্ধে অভিযানের বিষয় সংক্রান্ত বক্তব্য জেলা প্রশাসকের সামনে দুপ্রক’র এক সদস্য তুলে ধরলে তার করনীয় নিয়ে জেলা প্রশাসকও ইতিবাচক সাড়া দেন।


     এই বিভাগের আরো খবর