,

ইনাতগঞ্জ বাজারে ব্রীজের এপ্রোস ধেবে যাওয়ায় ধ্বসে পড়ার আশংকা

 স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার প্রাচীন জনবহুল ইনাতগঞ্জ বাজার। বাজারটির প্রাণ কেন্দ্রে বিবিয়ানা নদীর উপর একটি ব্রীজ রয়েছে। গত প্রায় ২ মাস পূর্বে
পানির প্রবল স্রোতে ব্রীজটির দুই পাশের এপ্রোস ধেবে যায়। তাৎক্ষণিকভাবে বাজার কমিটির পক্ষ থেকে এক ট্রাক ইট ফেলে কোন ভাবে ব্রীজটি রক্ষা করা হয়। বর্তমান অবস্থায় ধেবে যাওয়া ওই  ব্রীজের উপর দিয়ে যাবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতি দিন, রাত উপজেলার বৃহত্তম এই বাজারে মালামাল বহনকারী ভাড়ী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা প্রকাশ করছেন এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জের কয়েকটি ইউনিয়ন ও পাশর্^বর্তী জগন্নাথপুর উপজেলার পাঁইলগাঁও ইউনিয়নের কয়েক শহস্রাধীক মানুষ দৈনন্দিন কেনাকাটা করতে ইনাতগঞ্জ বাজারে আসেন। এছাড়া ইনাতগঞ্জ বাজারের নিকটে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ ও কিন্ডার গার্ডেন স্কুল থাকায় প্রতিদিন শতশত ছাত্র-ছাত্রী ওই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন। এমতাবস্থায় ব্রীজটি ধ্বসে পড়লে বাজারটি দু’ভাগ হয়ে যাবে। ফলে মালামাল কিংবা রোগী বহনকারী চলাচলে বিঘœসহ এলাকাবাসীকে পোহাতে হবে নানা দুর্ভোগ। সব চেয়ে বেশী ক্ষতি গ্রস্থ্য হবেন ব্যবসায়ীরা। ধেবে যাওয়া ব্রীজের এপ্রোস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলেও অদ্যবধি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।


     এই বিভাগের আরো খবর