,

মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন ॥ জেলা প্রশাসক মনীষ চাকমা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা বিভাগ যদি সমন্বিতভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করে তাহলে সরকার স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। হবিগঞ্জ জেলায় সরকারী বেসরকারী যৌথভাবে মা ও শিশু স্বাস্থ্যের যে উন্নয়ন হয়েছে তা আমাদেরকে ধরে রেখে আরো গতিশীল করতে হবে। তিনি গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভুমিকা শীর্ষক এডভোকেসি সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার সফিউল আলমের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের সঞ্চালনায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএসএআইডি-র অর্থায়নে মা মনি এইচএসএস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খাতুন ইভা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএফএসএম শাহজাহান, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, ফেরদৌস আরা বেগম, মোর্শেদ কামাল চৌধূরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম আই মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন সত্যজিৎ কুমার সাহা। প্রতিবেদন উপস্থাপনা করেন ম্যানেজার সিবিএস রওশন জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেভ দা চিলড্রেন সিনিয়র ম্যানেজার ড. বিভাকর রায়, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী, মোঃ আব্দুর রশিদ, সামসুজ্জান শামীম, হাবিবুর রহমান টেনু, আনু মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ আবুল কাশেম চৌধুরী, এডভোকেট জাবেদ আলী, মোঃ বজলুর রশীদ প্রমুখ। বক্তাগণ বলেন, যেসকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাভাবিক ডেলিভারী চালু হয়েছে সে সকল কেন্দ্র গুলোকে চলমান রাখার জন্য উপজেলা ও ইউনিয়ন পরিষদ থেকে মানব সম্পদ ও প্রয়োজনীয় লজিষ্ট্রিক সার্পোট অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর